• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

‘ইভিএমে ম্যানিপুলেশন করার সুযোগ নেই’


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৩:৫৭ পিএম
‘ইভিএমে ম্যানিপুলেশন করার সুযোগ নেই’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ম্যানিপুলেশন (কৌশল) করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেছেন, “ইভিএম একটি যন্ত্র। আর যন্ত্র কখনো খারাপ হয় না। যন্ত্রের পেছনে যারা কাজ করেন, তারা হয়তো দুষ্কর্ম করতে চান। তবে নির্বাচনে এ ধরনের দুষ্কর্ম করতে দেওয়া হবে না।”

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বিশেষায়িত প্রশিক্ষণে এসে তিনি এসব কথা বলেন।

ইভিএম যুগান্তকারী বিষয় উল্লেখ করে বেগম রাশেদা সুলতানা বলেন, “ইভিএমে জাল ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ইভিএম দিয়ে একটি সুন্দর নির্বাচন হবে। তাই সবাইকে আস্থা রাখার আহ্বান করছি।”

এ সময় বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল বাতেনসহ প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!