• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায়, নারীকে চাপা দিল ট্রাক


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১২:৫৩ পিএম
মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায়, নারীকে চাপা দিল ট্রাক

যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নূর ইসলাম নামের একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শার্শার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে এবং শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সঙ্গে অফিসে যাচ্ছিলেন জান্নাতুল। পথে নাভারণ বাজারে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের ওপরে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হুসাইন জানান, স্বজনদের অনুরোধে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Link copied!