• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

রংপুরে বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৯:৪০ পিএম
রংপুরে বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রংপুরে বিআরটিসি বাসের ধাক্কায় লিপি রানি সরকার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দ্যা মিলিনিয়াম স্টারস কলেজের গনিত বিভাগের প্রভাষক মন্টু রায়ের স্ত্রী।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে নগরীর মেডিকেল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের পর দাওয়াত খাবার জন্য সৈয়দপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হয়েছিলেন এই দম্পতি। তাদের বাড়ি নগরীর যুগীটারি কেল্লাবন্দ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল মোড়ের পিন্নু হোস্টেলের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়েন নিপি সরকার। পরে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের এক স্বজন বলেন, “বৌদি খুব ভালো মানুষ ছিলেন। আমি দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। মেনে নিতে পারছি না, তিনি আর নেই।”

প্রভাষক মন্টু রায় বলেন, “মোটরসাইকেল ঘুরানোর সময় পেছন থেকে বিআরটিসি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার স্ত্রী মারা যান।”

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

Link copied!