টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে গত আড়াই মাস ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে পর্যটকদের ভ্রমণসেবায় নিয়োজিত বিভিন্ন খাতের অন্তত পাঁচ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর পথে বসার উপক্রম হয়েছে। তাই দ্রুত এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চালুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন কক্সবাজার ও সেন্টমার্টিনের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মালিকদের ১০টি সংগঠনের নেতারা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সৈকতের একটি হোটেলে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সংগঠনগুলো হলো- ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক), কক্সবাজার হোটেল- মোটেল-গেস্টহাউস মালিক সমিতি, সিক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব), কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি, কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতি, কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ, সেন্টমার্টিন আবাসিক হোটেল রিসোর্ট মালিক সমিতি, সেন্টমার্টিন রেস্তোরাঁ মালিক সমিতি, সেন্টমার্টিন বোট মালিক সমিতি, সেন্টমার্টিন বাজার দোকান মালিক সমিতি ও ট্যুর গাইড অ্যাসোসিয়েশন অব কক্সবাজার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নাইমুল হক চৌধুরী। সম্মেলনে আরও বক্তব্য দেন স্কোয়াবের সহসভাপতি আবু নোমান, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ডালিম, সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ প্রমুখ।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, নাফ নদীতে নাব্যতা সংকটের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পযটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এই নৌপথে জাহাজ চালুর বিষয়ে তিনি কোনো সরকারি নির্দেশনা পাননি।
নাফ নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কথা বলে গত ১ নভেম্বর থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। অথচ কক্সবাজার ও চট্টগ্রাম থেকে একাধিক বিলাসবহুল জাহাজে চড়ে হাজারও পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে যাচ্ছেন। এতে সেন্টমার্টিনে পর্যটকদের পরিবহনের বিষয়টি ঢাকাকেন্দ্রিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ তুলেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বন্ধ থাকা জাহাজগুলোর একাধিক মালিক।