• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে দুই ইউনিয়নে চলছে ভোট গ্রহণ


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১২:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে দুই ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী।

এদিকে আমগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর বিপরীতে ১০টি কেন্দ্রে মোট ২২ হাজার ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

হরিপুরের যাদুরাণী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে আসা গৃহবধূ সখিনা বলেন, “সকাল সকাল ভোট দিতে এসেছি। ভিড় না থাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে পেরে ভালো লাগছে।”

একই কেন্দ্রে লাঠির ওপর ভর করে ভোট দিয়ে এসেছেন ইউনুস আলী। তিনি বলেন, “এই বয়সে ভোট দিয়ে পেরে ভালো লাগছে। আশা করি কাঙ্ক্ষিত প্রার্থীই নির্বাচিত হবেন।”

ভোটকেন্দ্র পরিদর্শনে এসে আমগাঁও ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী উমাকান্ত ভৌমিক বলেন, “যেভাবে ভোট গ্রহণ চলছে, তাতে আশা করি শতভাগ ভোটে নির্বাচিত হব।”

হরিপুর যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, “এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। আশা করি, সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হবে।”

Link copied!