সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জক, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), তাড়াশ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল শেখ, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) তাড়াশ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন ও স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। এ ছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাড়াশ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৯ হাজার ২৮৭ জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন ও নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮১৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।