নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল আহমেদকে (৩৪) গুলি করে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল আহমেদ সদর উপজেলা আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত নির্বাচনে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন রুবেল। সোমবার মোটরসাইকেলে করে নরসিংদী জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাকুরিয়া নামক স্থানে পৌঁছলে শফিক, আপন মিয়া, ইমরুল হক, রুহুল আমিন, রাজিব, ইয়াকুবসহ বেশ কয়েকজন সন্ত্রাসী রুবেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় রুবেল ও তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পরে যান। পরে সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ইউপি সদস্য রুবেল হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সার্বিক বিষয় বিবেচনা করে হত্যাকারীদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































