শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ও তাদের পাশে দাঁড়াতে রাতে বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র প্রদানের করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনিসহ কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দিন মজুর ও গরীব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ও সড়কে টমটম চালকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, “শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি চলমান। গত কয়েকদিন উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে কম্বল বিতরণের চলছে। সবাইকে শুভ ইংরেজি নববর্ষ ২০২৩ সালের শুভেচ্ছা। আমি সব সময় অসহায় গরীব ও দিন মজুর পরিবারের পাশে আছি। তাদের জন্য আমার অফিসে দরজা খোলা।”