বিএসএফের গুলিতে দুই যুবকের মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ১০:৪১ এএম
বিএসএফের গুলিতে দুই যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোলাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই দোলাপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মংগলু (৩৬) ও একই এলাকার হাফিজুর রহমানের ছেলে সাদিক (২২)।

বড়খাতা ইউনিয়ন পরিষদের ৭নং দোলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১২টার পরে গরু পারাপারের জন্য ওই দুইজনসহ আরও কয়েকজন সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মংগলু ও সাদিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সঙ্গীরা এলাকাবাসীর সহায়তার তাদের লাশ নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেন।”

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাদের দুইজনের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।”

এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি। তবে স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা জানিয়েছেন বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। 

Link copied!