• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মা-বোনের লাশের পাশে কাঁদছিল দুই বছরের শিশু


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০১:২৪ পিএম
মা-বোনের লাশের পাশে কাঁদছিল দুই বছরের শিশু
জেলার মানচিত্র

নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার সাত বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই বসে কাঁদছিল ওই গৃহবধূর দুই বছরের শিশু সন্তান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া রূপালী আক্তার ও তার মেয়ে রুবাইয়া তাবাসসুম। রূপালী আক্তার ওই গ্রামের মো. মোস্তাকিনের স্ত্রী।

জানা গেছে, আট বছর আগে মোস্তাকিনের সঙ্গে একই উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গ্রামের আবদুর রশিদের মেয়ে রূপালী আক্তারের বিয়ে হয়। এ দম্পতির দুই মেয়ে। সোমবার রাতে রূপালী তার দুই সন্তানকে নিয়ে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে তার কোনো সড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের গিয়ে দেখে রূপালী ও বড় মেয়ে রুবাইয়ার লাশ বিছানায় পড়ে রয়েছেন। ছোট মেয়ে তাহমিনা পাশে বসে কাঁদছে।

তিনি বলেন, “আমার মেয়ে ও নাতিনকে পরিকল্পিতভাবে হত্যা করে এখন বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। রূপালীর শরীরে আঘাতের চিহ্ন আছে। এ নিয়ে মামলা করব।”

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। রূপালীর ডান হাতে আগুনের পোড়া দাগ, দুই গোড়ালির ওপরে ও দুই কবজির ওপরে কালো দাগ রয়েছে। তার মেয়ের শরীরেও একই ধরনের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!