বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু, আহত ৫


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৭:১৬ পিএম
বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু, আহত ৫
জেলার মনাচিত্র

বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার জয়লা আলাদি বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জয়লা আলাদি গ্রামের মাওলা বক্সের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৬) ও খানপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে মোরসালিন (১৬)। তারা দুইজন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন রুস্তম আলী, জাকারিয়া, সিহাব, রাসেল ও মিরাজুল।

জয়লা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, গ্রামে বাঙালি নদী থেকে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে। বিকেলে ওই দুই শিক্ষার্থী তার সহপাঠীদের বালুর স্তূপের ওপরে ফুটবল খেলছিল। হঠাৎ করেই ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ঘরের ওপর মনে হয় আগুন জ্বলছিল। পরে গিয়ে দেখি ঘটনাস্থলে দুইজন মৃত অবস্থায় পড়ে আছে। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ইসলাম জানান, আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Link copied!