• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

চট্টগ্রামে ঈদের দিন সকালে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ১২:২২ পিএম
চট্টগ্রামে ঈদের দিন সকালে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫
ঘটানাস্থল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মিনিবাসের সংঘর্ষের ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!