• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

উঠানে মুরগি আসায় দুই ভাইয়ের মারামারি, একজন নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৮:১৫ পিএম
উঠানে মুরগি আসায় দুই ভাইয়ের মারামারি, একজন নিহত

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে মারামারি ঘটনায় একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গিয়াস উদ্দিন (৫৫) ও সাহাব উদ্দিন দুই ভাই। মঙ্গলবার সকালে উঠানে মুরগি আসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কয়েকজন সদস্য আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গিয়াস উদ্দিন ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, পুলিশি অভিযান চলমান রয়েছে।

Link copied!