• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৬:৫৭ পিএম
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ঈদ উপলক্ষে মা-বাবার সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে মিনহাজ (৯) ও মিনাল (৭) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে যমুনা নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাপধরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, শনিবার উপজেলা বেলগাছা ইউনিয়নে জারুলতলা গ্রামের আজহার আলীর স্ত্রী চায়না আক্তার স্বামী ও দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা যমুনার শাখা নদের নতুন পানিতে মাছ ধরতে যায় দুই ভাই মিনহাজ ও মিনালসহ স্থানীয় শিশুরা। সাঁতার না জানায় মাছ ধরার কোনো একসময় নিখোঁজ হয় দুই ভাই। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Link copied!