মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয়জন চিকিৎসা নিতে আসার বিষয়টি জানিয়েছেন।
মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়ইরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।