• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত, বিদ্যুৎহীন অনেক এলাকা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৮:৪০ পিএম
সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত, বিদ্যুৎহীন অনেক এলাকা

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ফেনী শহর ও বিভিন্ন উপজেলায় সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অনেক জায়গায় তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে। এতে ভোগান্তীতে রয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল থেকে ফেনী শহর, সোনাগাজী, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মিধিলির প্রভাব পড়তে শুরু করে।

স্থানীয়রা জানান, ফেনী শহরের শান্তি কোম্পানি রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্নে তোরণ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী রাণীরহাট, উত্তর শ্রীপুর, ফরেস্ট অফিস, সোনাগাজী ওলামা বাজার সড়কসহ বিভিন্ন জায়গায় ঝড়ে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আবু ইউছুপ মিন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে রওনা হয়ে সড়কের ২-৩ জায়গায় গাছ পড়ে থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে। বিকেল থেকেই বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল।

পরশুরামের বীরচন্দ্র নগর এলাকার কৃষক আবুল কালাম বলেন, “ফলন ভালো হলেও আমন ধান ঘরে তুলতে পারব কিনা জানি না। বাতাসে ২০ শতকের বেশি জমির ধান নুয়ে পড়েছে। এছাড়া সকাল থেকে বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্কও নেই। রাতে সব কিছু স্বাভাবিক না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, “সড়কের যেসব স্থানে গাছ পড়েছে তা সরানোর কাজ চলছে। ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”

ফেনী আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, “জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বুঝে উপকূলে সতর্কতা সংকেত কমিয়ে আনা হবে।”

Link copied!