রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৮:০৩ পিএম
রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহীসহ বিভাগের আট জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বিষয়টি নিশ্চিত করেন।

টিটো বলেন, “বিভাগীয় কমিশনারের সঙ্গে আমাদের মিটিং হয়। সেখানে তিনি আমাদের দাবিগুলো এক মাসের মধ্যে মেনে নেবেন বলে আশ্বাস দেন। ফলে আমরা যাত্রী পরিবহনে ফিরেছি। বিকেল ৪টা থেকে সব রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে ১০ দফা দাবিতে বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি।

Link copied!