• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পিকআপের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৩:৪৭ পিএম
পিকআপের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পিকআপের ধাক্কায় জামাল উদ্দিন (৫৬) নামের জেলা পুলিশের (টিএসআই) এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপটির চালককে আটক করে পুলিশ।

নিহত জামাল উদ্দিন টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা পুলিশের (টিএসআই) ছিলেন। আটক চালকের নাম মারুফ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে একটি পিকআপকে থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পিকআপটি পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন নাসির উদ্দিন ভূঁইয়া জানান, জামাল উদ্দিনের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘাতক পিকআপভ্যান এবং চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Link copied!