• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৩:০৭ পিএম
পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : সংগৃহীত

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায়  পর্যটকবাহী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া একই সময় ওই স্থানে পর্যটকবাহী তিন চাকার একটি গাড়ি, পিকআপ ও প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে ইউপিডিএফের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করছিল। এর মধ্যে শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এছাড়া আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।  

দীঘিনালা থানার ওসি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। ৩টি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

Link copied!