• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের আম যাচ্ছে ইউরোপে


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৪:৫৩ পিএম
প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের আম যাচ্ছে ইউরোপে

প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের উৎপাদিত আম ইউরোপে রপ্তানি করা হচ্ছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মাহবুবুর রহমান আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলামের সভাপত্বিতে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, প্রকল্প পরিচালক আরিফুর রহমানসহ জেলার বিভিন্ন আম বাগানের মালিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের আম রপ্তানির মাধ্যমে একটি নতুন সম্ভাবনার দ্বার সুগম হলো। মানসম্মত আম রপ্তানি করে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। সেই সঙ্গে নতুন নতুন আম বাগান তৈরির উদ্যোক্তা তৈবি হবে৷ 

Link copied!