• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ঘরে ঘরে গ্যাস সংযোগ চান ভোলাবাসী


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৩:১১ পিএম
ঘরে ঘরে গ্যাস সংযোগ চান ভোলাবাসী

ভোলায় ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করে।

এতে সংগঠনটির আহ্বায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরীসহ সংগঠনের সদস্য ও সুশীল সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

এ সময় বক্তারা দ্রুত ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের পাশাপাশি গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ভোলায় নতুন নতুন গ্যাস কূপ পাওয়ায় ভোলাবাসীর প্রত্যাশা বাড়ছে। দেখা দিয়েছে ব্যাপক উন্নয়ন সমৃদ্ধির সম্ভাবনা। বর্তমানে ভোলায় ৪টি বিদ্যুৎ কেন্দ্র, ৩টি শিল্প কারখানা এবং ২ হাজার ৩৫০টি রাইজারের মাধ্যমে ৬ হাজার ৪৫১টি পরিবারে আবাসিক সংযোগে গ্যাস ব্যবহার হচ্ছে।

২০১৪ সালে ভোলা জেলা শহরে নামমাত্র বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও কিছু সংযোগ দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও তা দেওয়া হয়নি।  

Link copied!