• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ফেনীতে ৭০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৮:২৫ পিএম
ফেনীতে ৭০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামে সোমবার (১০ এপ্রিল) রাতে ৭০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ফেনী থানায় জিডি করেছেন বাগান মালিক শহিদুল ইসলাম বাবুল।

শহিদুল ইসলাম বাবুল জানান, স্থানীয় কৃষি কর্মকর্তার উদ্বুদ্ধকরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে ১০ একর পতিত জায়গা লিজ নিয়ে রৌশন এগ্রো পার্ক নামে মিশ্র ফল বাগান গড়ে তোলেন। সেখানে তিনি ৬ মাস রেড কুইন, রেড লেডি ও ইস্পাহানি কিংসহ স্থানীয় জাতের ৭০০ পেঁপে গাছের চারা রোপন করেন। পেঁপে গাছগুলো কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে কেটে ফেলেছে।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব বলেন, “মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জায়গাগুলো চাষের আওতায় নিয়ে আসি আমরা। আর এদিকে গড়ে তোলা বাগানগুলো অনিষ্ট করছে দুর্বৃত্তরা। এতে করে সাধারণ মানুষ চাষাবাদে নিরুৎসাহিত হচ্ছে।”

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাগানে গাছ কেটে ফেলার ঘটনায় জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!