বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের মাঠ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনের মাঠে আসেন। এ সময় তারা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পড়নে জ্যাকেট, জিন্স প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিলে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মৃত ওই ব্যক্তির শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। তবে লাশের পাশ থেকে আরও একজোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গেছে। পানির ওই বোতলের গন্ধে ধারণা কারা যায় এতে অন্য কোনো পানীয় দ্রব্য থাকতে পারে।”
ওসি আরও বলেন, “লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের টিম ক্রাইম সিনে এসেছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। তাদের কাজ শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।