বগুড়ার আদমদীঘির সান্তাহারে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রাফিউল্লাহ (২৭) নিহত হয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস সড়কের শখের পল্লী বিনোদন কেন্দ্রের গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল্লাহ নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবরামপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের শখের পল্লী গেটের সামনে ঢাকা মেট্রো-ট-১৫-৬১১৩ নম্বরের একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রাস্তার পাশে কড়ইগাছের সঙ্গে ধাক্কা লাগে ওই ট্রাকের। এ সময় গাড়িতে থাকা চালক জাফর ইকবাল ও হেলপার (বদলি চালক) রাফিউল্লাহ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।