নওগাঁর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
শীত উপেক্ষা করে বেচাকেনায় জমে উঠেছে নওগাঁর সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার। হাঁকডাকে দিনভর চলছে সবজি বিক্রি। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলাসহ বিভিন্ন ধরনের সবজির দাম ক্রেতার নাগালের মধ্যে রয়েছে। বাজারে প্রতি কেজি টমেটো ২৫ টাকা, পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা, গাজর ২০ টাকা ও শসা ১২ টাকায় বিক্রি হচ্ছে।
তবে সরবরাহ কম থাকায় চড়া কাঁচা মরিচের দাম। কেজিতে কাঁচা মরিচের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, কৃষকদের কাছ থেকে চাহিদার তুলনায় মরিচ কম পাওয়ায় বেড়েছে দাম। এক পাইকার ব্যবসায়ী বলেন, “বর্তমানে প্রতি কেজি মরিচের দাম ৯০ থেকে ১০০ টাকা। দাম এত বেশি হলে পাইকার ব্যবসায়ীরা কীভাবে কিনবেন। আমাদেরও বিক্রি করতে সমস্যা হয়। তা ছাড়া ক্রেতারাও কিনতে পারেন না।”
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি কাঁচাবাজার সমিতির সদস্য সদস্য দেলুয়ার হোসেন বলেন, “আমরা কৃষকের কাছে কাঁচা মরিচ চাচ্ছি। কিন্তু তারা দিতে পারছেন না। যার কারণে গত এক সপ্তাহ ধরে মরিচের দাম বাড়তি।”