• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

বেড়েছে মুরগি-ডিম-মাছের দাম


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:১৬ পিএম
বেড়েছে মুরগি-ডিম-মাছের দাম

রাজশাহীতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি-ডিম ও মাছের দাম। অপরিবর্তিত রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর সাহেব বাজারসহ বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন ছোট-বড় বাজারে দেখা যায় ক্রেতাদের আধিক্য। ছুটির দিন হওয়ায় বাজারে আসেন সরকারি থেকে বেসরকারি চাকরিজীবীরা। সে অনুযায়ী বাজারে বিক্রেতাদেরও উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।

বাজারে সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কম বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা। দেশি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা, বেগুন ২৫ টাকা থেকে কমে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কেজিতে ২ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ও ফুলকপি কেজিতে প্রায় ৮-১০ টাকা কমে ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসা কেজিতে ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৫০ টাকা থেকে কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিম সপ্তাহের ব্যবধানে হালিতে ৪ টাকা বেড়েছে। সাদা ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকায় এবং লাল ডিম বিক্রি হচ্ছে ৪২ টাকা হালিতে।

সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়ে গেছে প্রায় ২৫-৩০ টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৫ টাকা কেজি। আজকের শুক্রবারে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এছাড়াও সোনালি মুরগি ২৩০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকায়, লেয়ার মুরগি ২০০ টাকা থেকে বেড়ে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৪৩০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দামও বাড়তি দেখা গেছে। প্রায় প্রতিটি মাছ কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি। টেংরা মাছ গত সপ্তাহে ৬৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। শিং মাছ ৫০০ টাকা থেকে ৬০০ টাকায়, পাবদা ৩৫০ থেকে বেড়ে ৪০০ টাকা, রুই মাছ ২৩০ থেকে বেড়ে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বড় ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি। ছোট ইলিশ ৫০০ টাকা কেজি। রূপচাঁদা কেজিতে ১০০ টাকা বেড়ে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৬ কেজি ওজনের কাতল ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৪৫০ টাকা ছিলো। এছাড়া ৮ কেজির বোয়াল ও চিতল মাছ ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে মিরকা মাছ। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তেলাপিয়া, আইড় মাছের দাম অপরিবর্তিত।

গরুর মাংস ৬৫০ টাকা থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বিক্রেতা দাম না বাড়িয়ে ৬৫০ টাকায় বিক্রি করছে বলে জানান তারা। খাসির মাংস বিক্রি হচ্ছে হাজার টাকা কেজি দরে। হাটে গরুর আমদানি কম থাকায় দাম বেশি বলে জানান মাংস বিক্রেতারা।

চিনি ১১০ টাকা এবং দেশি চিনি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল লিটার ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডাল কেজি ১৩০ টাকা, বুটের ডাল কেজি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজার অপরিবর্তিত রয়েছে। আটাশ চাল প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৬২-৬৪ টাকা কেজি। জিরা ৭০-৭২ টাকা, স্বর্ণা নতুন ৫২, পুরাতন ৫৬ টাকা ও বাসমতি ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Link copied!