• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

৯৯৯-এ ফোন পেয়ে বৃদ্ধাকে উদ্ধার পুলিশের


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:১১ পিএম
৯৯৯-এ ফোন পেয়ে বৃদ্ধাকে উদ্ধার পুলিশের

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৭৫ বছর বয়সী এক মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলেরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার গাবুরজান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার হাতিয়া গাবুরজান গ্রামে পাঁচ ছেলে সন্তানের থাকার পরও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মা প্রচণ্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়।

পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। পরে তাকে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে পুলিশ। এখন থেকে ওই বৃদ্ধা তার মেয়ের জিম্মায় থাকবে এবং ছেলে সন্তানেরা তার মায়ের ভরণপোষণের টাকা দিবেন এই মর্মে পুলিশের কাছে অঙ্গীকারবদ্ধ হন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আসরাফুজ্জামান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ওই বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তার পরিবারের লোকজনকে ঢেকে হস্তান্তর করা হয়েছে।  
 

Link copied!