• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

হাতির তাণ্ডবে অতিষ্ট কুড়িগ্রামবাসী


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৯:১১ পিএম
হাতির তাণ্ডবে অতিষ্ট কুড়িগ্রামবাসী

কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী সীমান্তে দুই রাত ধরে চলছে হাতির তাণ্ডব। শনি ও রোববার (৭ ও ৮ জানুয়ারি) গভীর রাতে ওই দুই উপজেলার সীমান্ত এলাকার আর্ন্তজাতিক মেইন পিলার ১০৭২-এর কাছ দিয়ে হাতির পাল সীমান্তের কৃষকদের জমির আবাদ নষ্ট করেছে।

এলাকাবাসী জানান, রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া, পূর্ব জালছিড়াপাড়া ও বালিয়ামারী সীমান্তে গত দুই রাত ধরে হাতি তাণ্ডব চালিয়ে আবারও ভারতে ফেরত যাচ্ছে। তাণ্ডবে কৃষকদের কয়েক বিঘা জমির ভুট্টা ও সরিষা ক্ষেতসহ পানি সেচের মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সীমান্তে বসবাসরত তারা।

পূর্ব জালচিড়া গ্রামের কৃষক শফিউর রহমান শফি বলেন, “বর্ডার হাটের পাশ দিয়ে ৩০ থেকে ৩৫টি হাতি ভারতের কালাইয়ের চর সীমান্ত দিয়ে রোববার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাণ্ডব চালায়। পরে বালিয়ামারী ব্যাপারীপাড়া গ্রামের সামনে দিয়ে ঢুকে মিয়াপাড়া ও জালচিড়াপাড়া সীমান্তের প্রায় ৫ একর জমির ভুট্টা, সরিষা ও গমের জমি লন্ড ভন্ড করেছে। সঙ্গে তিনটি শ্যালো মেশিন দুমড়ে মুচড়ে দিয়েছে।”

এ বিষয়ে রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইলিয়াস বলেন, “ভারতীয় হাতির পাল কৃষকদের অনেক ফসলের ক্ষতি করেছে। সেচ যন্ত্রও ভেঙে ফেলেছে। বিষয়টি বালিয়ামারী বিজিবি কম্পানি কমান্ডার ও উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে।”

Link copied!