• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ দুই ভাই


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ১০:৫৯ এএম
আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ দুই ভাই

রাজশাহীর বাগমারায় রান্নাঘরের খড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় ফরিদা ইয়াসমিন (৪৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার দুই ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত ২টার দিকে উপজেলার মাদারিগঞ্জ বাজারের আশা সিনেমা হল এলাকায় ঘটনা ঘটেছে।

নিহত ফরিদা ইয়াসমিন দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের স্ত্রী।

দগ্ধরা হলেন ডা. রাশিদুল বাসার ও ডা. শাফিউল বাসার। তাদের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

নিহতর পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে যান। অন্যদিকে ফরিদা ও তার দুই ছেলে আলাদা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় চুলার আগুন একপর্যায়ে পুরো বাসায় লেগে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায়ই মা ফরিদা ইয়াসমিন দগ্ধ হয়ে মারা যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুই ভাইয়ের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। রাতেই তাদের ঢাকা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!