• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:৫৭ পিএম
মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার সদর উপজেলায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নামুজা সরদার পাড়া এলাকায় ওই শিক্ষকের নিজ শোবার ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম ওই এলাকার আজিম উদ্দীনের ছেলে ও নামুজা ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী জানান, গত দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং তারপরেও তিনি মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। গত তিন দিন আগে দ্বিতীয় স্ত্রী সন্তান প্রসব করেন। তাই শহিদুল ও তার স্ত্রী আলাদা কক্ষে থাকতেন। শুক্রবার সকালে তার দ্বিতীয় স্ত্রী তাকে ফজরের নামাজ আদায় শেষে অন্য শোবার ঘরে যেতে দেখেন। পরে সকাল ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘর খুলে তীরের সঙ্গে গলায় মাপলার পেঁচানো অবস্থায় শহিদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মন্তাজ আলী আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!