বউভাতের দাওয়াত দিতে গিয়ে সড়কে প্রাণ গেল বরের


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৬:৪৯ পিএম
বউভাতের দাওয়াত দিতে গিয়ে সড়কে প্রাণ গেল বরের

ভোলার সদর উপজেলায় নছিমনের ধাক্কায় সোহেব পালোয়ান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের আগার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেব ওই ইউনিয়নের চর ছিফলী গ্রামের হারুন পালোয়ানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে সোহেবের বিয়ে হয়। আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) তার বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানের দাওয়াত কার্ড দেওয়ার জন্য সোহেব সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। আগারপোল এলাকায় পৌঁছালে একটি নসিমন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহেবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Link copied!