• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘জামায়াতের নিবন্ধন আছে কি নাই এটা নির্বাচন কমিশন দেখবে’


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০১:৩৩ পিএম
‘জামায়াতের নিবন্ধন আছে কি নাই এটা নির্বাচন কমিশন দেখবে’
ভবন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি -সংবাদ প্রকাশ

জামায়াতের নিবন্ধন আছে কি না এটা নির্বাচন কমিশন দেখবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, “নির্বাচন কোনো দল বা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন সবসময়ই স্বাধীন ছিল এখনও আছে।” 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে নবনির্মিত আব্দুল মজিদ কলেজ ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

এম এ মান্নান বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা। নির্বাচন একমাত্র নির্বাচন কমিশনের বিষয়। দেশে আইন আছে এটা সবার মানতে হবে।”  

পরিকল্পনামন্ত্রী বলেন, “ঋণ খেলাফি একটা অপরাধ, এটা কারও ব্যক্তিগত বিষয় নয়, দেশে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশে আলাদা আইন তৈরি করা যাবে না।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা ভূমি সহকারী কমিশনার সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেকড় ধর সীতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার। 

Link copied!