• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

পদ্মায় গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৫:২৫ পিএম
পদ্মায় গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মো. রাদ ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাদ লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাদ এলাকায় স্থানীয় একটি ইট ভাটার পাশে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাদকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, “পানিতে ডুবে শ্বাসরোধে রাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।”

ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, “নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Link copied!