• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

পুকুরে ভাসছিল বৃদ্ধার মরদেহ


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৩:২০ পিএম
পুকুরে ভাসছিল বৃদ্ধার মরদেহ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুর থেকে হাজেরা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার হাঁসধরা গ্রামে আব্দুল বাতেনের পুকুর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। হাজেরা বেগম ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাবদুল শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে হাজেরা ওই বাড়িতে বসবাস করছিলেন। শাবদুল শেখের মৃত্যুর শোকে হাজেরা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। রোববার ভোরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে বাড়ির পাশে আব্দুল বাতেনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় আশপাশের লোকজন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন।

হাজেরা বেগমের মেয়ে স্বাধীনা বেগম ও রাশেদা বেগম জানান, প্রায় বিশ বছর আগে তার বাবা মারা যান। তারা দুই বোন। তার বাবার মৃত্যুর পর থেকেই মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Link copied!