• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

গরুর খাবার রাখার পাত্রে পড়েছিল শিশুর মরদেহ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৯:৪২ পিএম
গরুর খাবার রাখার পাত্রে পড়েছিল শিশুর মরদেহ

রাজশাহীর মোহনপুর উপজেলায় গরুর খাবার রাখার পাত্র থেকে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া (মধ্যপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু আয়শা আক্তারের বাবা আলামিন হোসেন বলেন, “আমার বাড়িতে স্ত্রী ও শিশুটি ছাড়া আর কেউ ছিল না। এই ঘটনার পরে জানাতে পেড়ে আমি দ্রুত বাড়ি চলে আসি এবং এসে দেখি আমার কন্যা সন্তান মারা গেছে।”

তিনি বলেন, “আমার স্ত্রী বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যায়। এরপর পাশের বাড়ির রোজিনার চিৎকার শুনে দ্রুত এসে দেখে শিশুটি মারা গেছে।”

প্রত্যক্ষদর্শী রোজিনা নামের এক নারী বলেন, “আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখি গরুর পানি খাওয়ার নাইন্দের (পানিরপাত্র) মধ্যে বাচ্চাটি ভাঁসছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার দিলে সবাই ছুটে আসে এবং বাচ্চাটিকে উদ্ধার করে।”

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!