• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

লাইসেন্স না থাকায় ক্যাবল অপারেটরকে জরিমানা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৭:৪৬ পিএম
লাইসেন্স না থাকায় ক্যাবল অপারেটরকে জরিমানা

ফেনীর ছাগলনাইয়া বাজারের কলেজ রোড এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৮ জুন) ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় মুক্তা ক্যাবল নেটওয়ার্ক নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফখরুল ইসলাম বলেন, অবৈধ ক্যাবল অপারেটরেরা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!