রাজশাহী নগরীতে অসুস্থ বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন তিন ছেলে। বিষয়টি জানতে পেরে ছেলেদের ডেকে বৃদ্ধ বাবাকে বাড়িতে পাঠিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে নগরীর তারায়মাড়ি শহীদ মিনার এলকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃদ্ধা লিয়াকত আলীর তিন ছেলে এক মেয়ে। অনেক আগেই তিনি ছেলেমেয়ের নামে জমি, বাড়িঘর লিখে দেন। বেশ কয়েক দিন ধরে তিনি খুব অসুস্থ ছিলেন। তিন ছেলে ও তাদের স্ত্রীরা কেউ বৃদ্ধার দায়িত্ব নিতে রাজি নয়। শুক্রবার বিকেলে তারা বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে সরকারি গণশৌচাগারে পাশে রেখে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, “বৃদ্ধা বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টি জানতে পেরে সেখানে যাই। এরপর ছেলেদের ডেকে মিমাংসা করে তাদের বাবাকে বাড়িতে পাঠিয়ে দিই।”