• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হাত-পা বাঁধা অবস্থায় ডোবায় পড়ে ছিল যুবকের মরদেহ


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৯:৩৮ পিএম
হাত-পা বাঁধা অবস্থায় ডোবায় পড়ে ছিল যুবকের মরদেহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় আজিমদ্দিন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গবরা নদীর পাড়ের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আজিমদ্দিন উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজিমদ্দিন ৫/৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে এক কৃষক গবরারপাড় এলাকার একটি ডোবায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে।

Link copied!