• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালাল আসামি


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১১:৫৬ এএম
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালাল আসামি

বরগুনার বেতাগীতে গ্রেপ্তারের পর পুলিশের হাতকড়াসহ হাবিব বিশ্বাস নামে এক আসামি পালিয়ে যাওয়ায় ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, এ ঘটনার তিন ঘণ্টা পর একটি ধানক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এর আগে সোমবার (২ জানুয়ারি) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

জান যায়, গত সপ্তাহে স্থানীয় সোনার বাংলা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তদন্ত করে হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে পুলিশ হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে থানায় নিয়ে আসার পথে হাবিব হাতকড়াসহ দৌড়ে একটি ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!