• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষকের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৫:৩৩ পিএম
এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে মো. ইব্রাহীম (৪৮)  নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইব্রাহীম উপজেলার মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি চাপরাশিরহাট হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন।

চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হানিফ বলেন, “বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!