• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৬:৪৮ পিএম
যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন কাজী মফিজ গ্রুপ অনুসারি পদ বঞ্চিত যুবদলের একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহসড়কের ছমির মুন্সির হাট বাজারে তারা এ কর্মসূচি পালন করেন।  

সেনবাগ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন সুমন নেতৃত্বে ঝাড়ু মিছিলটি ছমির মুন্সিরহাট লায়ন জাহাঙ্গীর আলম মানিক কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভা করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন সুমন।

সভায় থেকে অভিলম্বে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে মামলা হামলার শিকার ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণার দাবি জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) জেলা কমিটি উপজেলার ৯টি ইউপি যুবদলের কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করলে জেলা কমিটির নির্দেশে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউপির কমিটির কিছু সদস্য রদবদল করে করে ফের কমিটি অনুমোদর দেওয়া হয়।

সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল বলেন, “গত ১১ আগষ্ট সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপর বিভিন্ন আপত্তির কারণে জেলা যুবদল একই দিন যুবদলের কমিটির স্থগিত করে। এখানে নেতা অনেক। সবাইকে তো পদ দেওয়া সম্ভভ নয়। তাই পদ বঞ্চিতরা ওই ঘটনা ঘটাতে পারে।”

Link copied!