জঙ্গি সন্দেহে সুনামগঞ্জে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ১২:৩১ পিএম
জঙ্গি সন্দেহে সুনামগঞ্জে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহ একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার রিপন কুমার মোদক।

পুলিশ জানায়, সকালে জগন্নাথপুর থানার পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামির খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় ওই বাড়ি থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে একটি কক্ষে মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এতে সন্দেহ হলে বাড়িটি ঘেরাও করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার রিপন কুমার মদক জানান, এখানে জঙ্গিদের কোনো কার্যক্রম ছিল কিনা যাচাই বাচাই করা হচ্ছে। সেনাবাহিনীকে অবগত করা হয়েছে।

Link copied!