• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

আকাশে হঠাৎ উজ্জ্বল আলোক রশ্মি


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ১১:৪৮ এএম
আকাশে হঠাৎ উজ্জ্বল আলোক রশ্মি

আকাশে হঠাৎ উজ্জ্বল আলোক রশ্মি দেখে চমকে উঠেছেন বরগুনার জনগণ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা জেলার বিভিন্ন স্থান থেকে এ আলোকরশ্মি দেখা যায়। আলোক রশ্মিটির কারণে এ সময় অনেকে আতংকিত হয়ে পড়েন।

এ বিষয়ে অনেকেই তাৎক্ষণিক ওই রশ্মির ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েছেন। অনেকেই লিখেও জানিয়েছেন তাদের অনুভূতি।

মহিউদ্দিন অপু নামের একজন সংবাদ প্রকাশকে বলেন, “লাইফে ফার্স্ট টাইম আকাশে এমন কিছু দেখলাম। জানি না এটা কী?”

ইমরান নামের অপর একজন সংবাদ প্রকাশকে বলেন, “আকাশে এইটা কী দেখলাম। জীবনের প্রথম পাগল হয়ে যাওয়ার মত অবস্থা।”

জাহিদুল ইসলাম নামের একজন বলেন, “সন্ধ্যার আকাশে এমন দৃশ্য এর আগে দেখিনি। বিষয়টি অনেকের নজরেই এসেছে। কিন্তু এটি কী, কেউ শনাক্ত পারেনি।”

এ ব্যাপারে বরগুনার আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেঘ ও সূর্যের রশ্মির ফলে এমন আলোক রশ্মির দেখা মিলতে পারে। তবে এতে আতংকের কিছু নেই।
 

Link copied!