ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের নকল করার অভিযোগ এক শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অভিযুক্তের নাম মো. সাখাওয়াত হোসেন। তিনি শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজার রহমান নিলু খলিফা, স্থানীয় মীর হায়দার, সুবান শিকদার, ছাত্রী হাবিবা।
এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পরীক্ষায় নকল করার অপরাধে এক শিক্ষার্থীর খাতা নিয়ে নেন দায়িত্বরত শিক্ষক। পরে ঘটনাটি শুনে ওই শিক্ষার্থীকে তার আলাদা গোপন রুমে নিয়ে যান প্রধান শিক্ষক। সেখানে নিয়ে তিনি ওই শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সাখাওয়াতের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।