• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

নাটোরে তাপদাহ থেকে মুক্তি পেতে বিশেষ নামাজ আদায়


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৪:৪৭ পিএম
নাটোরে তাপদাহ থেকে মুক্তি পেতে বিশেষ নামাজ আদায়

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার আদায় করেছেন নাটোরের লালপুরের মুসল্লিরা।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান। মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান।

মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে তাপদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকূলকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করেন।

মুসুল্লিরা জানান, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ তাপদাহের কারণে ঘর থেকে বের হতে পারছেন না। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।

Link copied!