• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৩:৩৩ পিএম
বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে আনোয়ার হোসেন আরাফাত (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার মা রিজিয়া বেগম ওরফে লিলি (৫২) ও আরেক ভাই সাকিল ওরফে সামিকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় তিন-চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার সঙ্গে নিহতের স্ত্রী ও ছেলেরা জড়িত। পরে নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আরাফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় বাবাকে কুপিয়ে হত্যা করেন তিনি। 
 

Link copied!