• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ১২:৪০ পিএম
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (২০ আক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় আড়াই পর ক্রেনটি রেললাইন থেকে সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন-অর রশিদ জানান, রেলপথের জন্য আনা স্লিপার নামানোর সময় ক্রেনটি উল্টে পড়েছিল। পরে এক্সকাভেটর দিয়ে ক্রেনটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!