• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

বিএনপি থেকে বহিষ্কৃত সাত্তার উকিলই বিজয়ী হলেন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৮:৪৪ পিএম
বিএনপি থেকে বহিষ্কৃত সাত্তার উকিলই বিজয়ী হলেন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) জেলা পুলিশের বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভুইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

ফলাফলের তথ্যানুযায়ী, কলারছড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট। লাঙল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৫৮০ ভোট।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপির অপর বহিষ্কৃত নেতা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন তিন হাজার ২৩৮ ভোট। তার প্রতীক ছিল মোটরগাড়ি। গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন এক হাজার ৪২৭ ভোট। 

Link copied!