সাতক্ষীরা শহরসহ জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে। বেলা যত বাড়ছে কুয়াশাও ততো বাড়ছে। রোববার (১৫ জানুয়ারি) ভোর থেকেই দেখা যাচ্ছে এ দৃশ্য।
শহরের সদর হাসপাতাল মোড়, নারিকেলতলা মোড়, আলাউদ্দিন চত্বর, সঙ্গীতা মোড়, পাকাপুল, পোস্ট অফিস মোড়, ফুড অফিস মোড়, সরকারি কলেজ মোড়, বাইপাস সড়কসহ সাতটি উপজেলা সদরে ভারী থেকে হালকা যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে ধীর গতিতে।
শহরের পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে থাকা পলাশপোল চৌধুরীপাড়ার এরশাদ আলী বলেন, “গতকাল কুয়াশা কম থাকলেও ভোরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখেছি। আজ বেলা যত বাড়ছে কুয়াশা তত গাঢ় হচ্ছে।”
ভোমরা কাস্টমস অফিসের সামনে দাঁড়িয়ে থাকা মজনু রহমান বলেন, “খুব ঝুঁকি নিয়েই বাড়ি থেকে বের হয়েছি। লাইট জ্বেলে মহেন্দ্র গাড়িতে ভোমরায় এসেছি। ভালোয় ভালোয় বসিরহাট পর্যন্ত যেতে পারলেই ভালো।”
ঢাকা থেকে সাতক্ষীরায় আসা মামুন পরিবহনের চালক আশরাফ হোসেন বলেন, “যশোর এলাকায় পৌঁছানোর পর কুয়াশা বাড়তে থাকে। নাভারণ পার হতেই সাতক্ষীরার দিকের রাস্তা দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে হেড লাইট জ্বালিয়ে গতি কমিয়ে সাতক্ষীরায় পৌঁছাতে হয়েছে।”
সাতক্ষীরা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জুলফিকার আলী জানান, আজ সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গেছে। আরও কয়েকদিন কুয়াশা থাকবে।