• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

বীরাঙ্গনা রহিমাকে সংবর্ধনা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৮:১৩ পিএম
বীরাঙ্গনা রহিমাকে সংবর্ধনা

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীন বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রহিমা বেগম ভালো নেই। আর্থিক অভাব অনটনে চিকিৎসার অভাবে দিনযাপন করছেন তাই তার পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদানসহ সংবর্ধনা দিয়েছে একটি সংগঠন। অনুষ্ঠানে অশ্রুভেজা চোখে একাত্তরে নিজের ওপর ঘটে যাওয়া বীভৎস নির্যাতনের কথা তুলে ধরেন বীরাঙ্গনা রহিমা।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাট ক্রীড়া সোসাইটির আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মাহী রাসেলের পৃষ্ঠপোষকতায় বক্তারহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যমে প্রকাশিত আর্থিক সমস্যায় চিকিৎসা নিতে পারেছেন না এমন খবরে বীরাঙ্গনা রহিমা বেগমকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি বিশেষ সম্মাননা জানানোসহ তার হাতে দেওয়া হয় ক্রেস্ট ও ফুল। পরে নতুন প্রজন্মকে জানান দিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সন্মন্ধে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এমন আয়োজন দেখে বীরাঙ্গনা রহিমা বেগম বলেন, “আমাকে স্মরণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক গর্ববোধ করছি। পাকসেনাদের দ্বারা নির্যাতিত হবার পর যুদ্ধ শেষে সমাজে যায়গা পাইনি। যেন নতুন এক যুদ্ধের মুখোমুখি হয়েছি। পরিবারেও অনেক সমস্যার মোকাবিলায় পড়তে হয়েছে। ছেলে-মেয়েদের মানুষ করতে পরিনি। তবে শেখ হাসিনার সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ। বক্তার হাট ক্রীড়া সোসাইটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ছাগলনাইয়া, পরশুরাম সার্কেল) মাহমুদুল হাসান মামুন, মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান মিনু, জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 
 

Link copied!